মেঘনা সিমেন্টের বোনাস লভ্যাংশে সম্মতি

Posted on December 27, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস্‌ লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার ২৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯১ পয়সা।

আগামী ২ জানুয়ারি, ২০২৪ এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।