তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলায় চা-বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি জানান, সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোন স্থানে হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হবিগঞ্জে চা-বাগানে অগ্নিদগ্ধ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার https://corporatesangbad.com/56897/ |