নাম পরিবর্তন করতে পারবে না পিপলস লিজিং

Posted on December 27, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ পিপলস লিজিংয়ের প্রক্রিয়াটি এখনও বিচারাধীন রয়েছে।

আজ বুধবার ২৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির নাম পরিবর্তনের অনুমতি দেয়নি।

এর আগে কোম্পানিটি জানায়, কোম্পানিটি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের কিছু অনুচ্ছেদ পরিবর্তন করবে

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য গতকাল ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান করেছে।

প্রসঙ্গত, সর্বশেষ ১০০ দফা পিপলস লিজিং লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়েছে। প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।