৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় লিডার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

Posted on December 27, 2023

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আমাদের গর্বিত লিডার। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে গত ৪৮ বছরের সবচেয়ে জনপ্রিয় লিডার, সেরা প্রশাসক, সেরা রাজনীতিবিদ, সেরা কূটনীতিকবিদ হলেন শেখ হাসিনা। এ পরিস্থিতিতে ষড়যন্ত্র আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচিত সরকার। ক্ষমতাও হস্তান্তর করব নির্বাচিত সরকারের হাতে। বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এ মুহূর্তে সবকিছু নির্বাচন কমিশনের সিদ্বান্তে চলছে। নির্বাচনকালীন সরকার মেজর কোনো পলিসি নিতে পারে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব আমরা ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাব। কেননা বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সত্যের জয় হবে।’

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান সঞ্চালনা করছেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।