মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থেকে ৩১ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা উলুবনিয়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সাথে থাকা একটি বস্তায় তল্লাশী চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মৃত রহমত আলীর পুত্র আকাশ আলম এবং উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ১১ নং ব্লকের মোস্তাক আহমদের পুত্র আবদুল মোনাফ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক https://corporatesangbad.com/56812/ |