রেলের টিকিট কালোবাজারি তদন্তে র‍্যাব: যাত্রীদের স্বস্তি প্রকাশ

Posted on December 27, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার–ঢাকা রেলের টিকিট কালোবাজারি নিয়ে আদালতের নির্দেশে তদন্তে নেমেছে র‍্যাব-১৫।

সোমবার দুপুরে সরজমিন তদন্তের জন্য কক্সবাজার রেলস্টেশনে আসেন র‍্যাবের সদস্যরা। তারা এ সময় রেলের কর্মকর্তাদের পাশাপাশি যাত্রীদের সাথেও কথা বলেন।

র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে র‍্যাব তদন্ত শুরু করেছে। কালোবাজারি হচ্ছে কিনা, কেন হচ্ছে তা খতিয়ে দেখছেন তারা।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, অনলাইনে কালোবাজারি হওয়ার কোনো অপশন নাই।

এদিকে কালোবাজারি নিয়ে টিটিএনে সংবাদ প্রকাশের পর থেকে টিকেট পাওয়ার পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

উল্লেখ্য গেলো ১৫ ডিসেম্বর শুক্রবার ”কক্সবাজারে রেলের টিকিট কালোবাজারির সন্ধান” শিরোনামে প্রচারিত ওই প্রতিবেদন পর্যালোচনা করে স্বপ্রণোদিত মামলা দায়ের হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে।

এরপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে র‍্যাবকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।