পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের সাথে এডিএন মিডিয়া লিমিটেডের একটি সমঝোতা চুক্তির সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এডিএন মিডিয়া প্রাথমিকভাবে ৪৫ শতাংশ পরিশোধিত মূলধন হবে। কোম্পানিটির ৪৫ হাজার শেয়ার প্রতিটির মূল্য ১০০ টাকা। যার মূল্য ৪৫ লাখ টাকা। কোম্পানিটি ইতোমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এডিএন মিডিয়া লিমিটেড এর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে সদস্যতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিএন টেলিকম।
প্রস্তাবিত কোম্পানিটির প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ১ কোটি টাকা। এটি একটি ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম হবে; যা অসংখ্য ব্যবসার সুযোগ তৈরী করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এডিএন মিডিয়ার শেয়ার নেবে এডিএন টেলিকম https://corporatesangbad.com/56802/ |