ভারতে পাচারের সময় ২৩টি স্বর্ণের বারসহ আটক ২

Posted on December 26, 2023

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে
দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় দুই জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩ টি স্বর্ণের ফ্লাটবার। যার ওজন ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।

আটককৃতরা হলেন-দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।