নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে মন্ত্রী, সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ ২৫০ জনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য ২৫০ জনকে শোকজ করেছে অনুসন্ধান কমিটি, তার মধ্যে কমিশনে ১৫৯ জনের রিপোর্ট এসেছে। তার ওপর ভিত্তি করে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনা করে প্রার্থিতাও বাতিল হতে পারে। ২৯ তারিখ থেকে স্ট্রাইকিং ফোর্স নিযুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আচরণবিধি লঙ্ঘনে ২৫০ প্রার্থীকে শোকজ https://corporatesangbad.com/56751/ |