কর্পোরেট ডেস্ক : কাজী মোঃ তালহা পদ্মা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) যোগদান করেছেন।
পদ্মা ব্যাংকে যোগদানের আগে জনাব তালহা এনআরবিসি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং উভয় ক্ষেত্রে ৩৩ বছরের একটি বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামিক ব্যাংকিং, সিআরএম, আইসিটি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রিটেইল ও বিজনেস ডেভেলপমেন্ট, কর্পোরেট মার্কেটিং এবং শাখা ব্যাংকিং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কাজী মোঃ তালহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা অর্জেনর অংশ হিসেবে দেশে ও বিদেশে তিনি বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পদ্মা ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ তালহা https://corporatesangbad.com/56715/ |