কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে মাইকে প্রচারণার সময় ৬০ ডেসিবেলের নিচে রাখার কথা বলা হয়েছে।
ইসির পরিচালনা শাখা থেকে উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলেছে সাংবিধানিক সংস্থাটি।
ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইকে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।
এর আগে এক নির্দেশনায় ইসি বলেছিল, দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। এক দিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নির্বাচনী প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নির্ধারণ https://corporatesangbad.com/56675/ |