মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সীমান্ত উপজেলা টেকনাফের ঘাট থেকে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় খাবার ও জ্বালানি তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।
এসময় ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
সোমাবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিষয় টি নিশ্চিত করেছে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লুৎলাহিল মাজিদ।
তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরি নৌকা ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি নৌকা তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে পাঁচ টি নৌকায় রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১বস্তা তামাক পাতা,৩ বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল টেকনাফ শুল্ক গুদামে ও আটক করা ১৯ পাচারকারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় তেলসহ খাদ্যসামগ্রী জব্দ: আটক ১৯ https://corporatesangbad.com/56623/ |