নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।
আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।’
তিনি আরও বলেন, এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’
মন্ত্রী বলেন, ‘দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে; কোথাও কোনও কাজ আটকে নেই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী https://corporatesangbad.com/56366/ |