তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্নিত ঘটেনি।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।
তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি তৃতীয় লাইনে আটকা পরায় এতে অন্য কোনো ট্রেনের চলাচলে শিডিউল বিপর্যয় হয়নি। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত https://corporatesangbad.com/56358/ |