আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ২শ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহতের সংখ্যা সাড়ে তিনশোর বেশি।
শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৬৮ জন আহত হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে এ পর্যন্ত গাজায় ২০ হাজার ২৫৮ জন নিহত এবং ৫৩ হাজার ৬৮৮ জন আহত হয়েছে।
এর আগে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বৃহস্পতি ও শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার খান ইউনিস, রাফাহ ও নুসিরাতসহ বেশ কয়েকটি এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার খান ইউনিস ও নুসিরাত শরণার্থী শিবিরেও বোমা হামলা চালানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ২০১ ফিলিস্তিনি নিহত https://corporatesangbad.com/56315/ |