মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯ টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। যদিও মাছগুলোর দাম হাঁকানো হয়েছিলো ২ কোটি টাকা।
শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের প্রতিষ্ঠান মাছগুলো ক্রয় করে নেন।
জানা গেছে, সাইজে ৬ কেজি করে ওজন যেগুলো হয়েছে এগুলার দাম আসছে ১৪ লাখ টাকা। আর যেগুলা ৯ কেজির উপর আছে এগুলোর দাম আসছে যে ১৬ লাখ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। তিনি বলেন, “মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তাদের ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। তারা সবাই খুবই খুশি। আমরা এলাকার মানুষও খুশি”।
শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।
১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো একনজর দেখতেও যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মোজাম্মেলের ১৫৯টি কালো পোয়া বিক্রি হলো ৩০ লাখ ৫০ হাজর টাকায় https://corporatesangbad.com/56244/ |