আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার মধ্যাঞ্চল হিরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (১৪ জানুয়ারি) সেনাদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরানের জালালাকসি এবং বুলোবার্ডে শহরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
ফেডারেল সরকারের সেনা ও সহযোগী মিলিশিয়ারা গত আগস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে। গোষ্ঠীটি কয়েকটি অঞ্চল থেকে বিতাড়িত হওয়ার পর একের পর এক হামলা চালাচ্ছে।
জালালাকসির একজন দোকানদার সিনাব আবদুল্লাহি জানান, ব্রিজের কাছে একটি সরকারি বাহিনীর চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এ হামলায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
জালালাকসির আরেক বাসিন্দা হুসেইন আবদিয়াসিস জানান, সরকারি বাহিনীর সদস্যরা দ্বিতীয় বিস্ফোরক বহনকারী গাড়িতে গুলি চালিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করে। তিনি বলেন, ‘প্রথম বিস্ফোরণের পর আমরা গুলির শব্দ শুনতে পাই এবং তারপর আরেকটি বিস্ফোরণের শব্দ পাই।’
আল শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। সংগঠনটির লক্ষ্য ইসলামিক আইন কঠোরভাবে কার্যকর করা। ২০০৮ সালে যুক্তরাষ্ট্র আল-শাবাবকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ গত বছর নির্বাচিত হওয়ার পরপরই আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় পরিচালিত সামরিক অভিযানে আল-শাবাবের প্রায় দুই হাজার সদস্য নিহত হয়েছে বলে দাবি করে দেশটির সরকার। সূত্র: রয়টার্স
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১জন নিহত https://corporatesangbad.com/5606/ |