নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরে ১৩ জেলার ডিসি-এসপি, ওসি, আনসার ও বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
অংশ নিয়েছেন খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০জন কর্মকর্তা।
নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিতেই প্রধান নির্বাচন কমিশনারের এ বৈঠক। বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকে আরো রয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৩ জেলার কর্মকর্তাদের সঙ্গে সিইসির বৈঠক https://corporatesangbad.com/56053/ |