নিজস্ব প্রতিবেদক : ৪০ বছরের কম বয়সি ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেলেন নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী ও মডার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সীমান্ত দাস। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম তার হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনিসহ নরসিংদী জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সাতজন সেরা করদাতা সম্মাননা পেয়েছেন।
সীমান্ত দাসের পিতা প্রয়াত সুবোধ রঞ্জন দাসও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
এ অনুষ্ঠানে সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ৬৩ জন সেরা করদাতার হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কম বয়সে সেরা করদাতার সম্মাননা পেলেন সীমান্ত দাস https://corporatesangbad.com/55986/ |