সূচকের সাথে কমেছে লেনদেনও

Posted on December 21, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৯টি কো¤পানির ২৩ কোটি ৭৪ লক্ষ ৩৫ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬২৬ কোটি ৯৬ লক্ষ ৮১ হাজার ৯৩৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৭০ পয়েন্ট কমে ৬২৪৯.২৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৮৬ পয়েন্ট কমে ২০৯৪.৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.০০ পয়েন্ট কমে ১৩৬৫.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক এক্সেসোরিজ, সী পার্লবীচ, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল ও ইভিন্স টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: গোল্ডেন জুবিলী মিঃফাঃ, মিডল্যান্ড ব্যাংক, এনসিসিবি এলমিঃ ফাঃ-১,কোহিনুর কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল, ফাইন ফুডস, অ্যাপেক্স ফুডস, রূপালী ব্যাংক, মনোস্পুল পেপার ও বিডি থাই।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-সী পার্ল বীচ, আনলিমা ইয়ার্ন, খুলনা প্রিন্টিং, সিএপিএম আইবিবিএল মিঃফাঃ, প্যাসিফিক ডেনিমস, আফতাব অটো, স্ট্যান্ডার্ড সিরামিক, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃফাঃ ও ঢাকা ডাইং।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩৭০৬০৫৬৬৫৮৬.০০।