পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটো মোবাইলস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে।
সভায় শেয়ার হোল্ডারগন ৩০ জুন ২০২৩ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাট ফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন, সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।
রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রানার অটো মোবাইলসের ২৩তম এজিএম সম্পন্ন https://corporatesangbad.com/55864/ |