নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাদা দুটি স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে, চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কোম্পানীগঞ্জে এক নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/55839/ |