সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার খাসমহল গ্রামের মোঃ সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৬) ও কাজীপুর হাজীপাড়ার মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৫২)
এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার খাসমহল গ্রাম ও কাজিপুর হাজীপাড়ায় পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাংনীতে মাদকসহ আটক ২ https://corporatesangbad.com/55836/ |