পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
আজ বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনসের শেয়ারদর কমেছে ৮১ টাকা ৯০ পয়সা বা ৫.০৬ শতাংশ।
আর ৭ টাকা ৪০ পয়সা বা ৪.৭৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসকে ট্রিমস, সেন্ট্রাল ফার্মা, এডভেন্ট ফার্মা, আজিজ পাইপস, কে এন্ড কিউ, আনলিমায়ার্ন ডাইং এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের এমারেল্ড অয়েল https://corporatesangbad.com/55721/ |