গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ৭ লক্ষ ৪০ হাজার জাল টাকার নোটসহ ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর বাসন থানাধীন নলজানী এলাকায় থেকে নগদ ৫১ হাজার জাল টাকার নোটসহ তিনজন কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে, পুনরায় দিঘীরচালা মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার কারবারি মাজহারুল ইসলাম সবুজের কাছ থেকে ৪ লক্ষ ৮৯ হাজার জাল টাকার নোট সাথে ১ লিটার জাল টাকা স্বচ্ছ করার কেমিক্যাল, একটি মোবাইল ফোন ও অপর আরেক ব্যাক্তি খোরশেদ আলম নবীর কাছ থেকে ২ লক্ষ জাল টাকার নোটসহ তাদের দুজন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা সারা বছরব্যাপী জাল টাকা তৈরি ও সরবরাহ করে থাকে বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার নাজির আহমেদ খান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৫ https://corporatesangbad.com/55711/ |