কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় আলাদা অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বাসসকে বলেন, ‘মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে।’
মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোণার আবদুর রশিদ ঢালী। খবর বাসস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তেজগাঁওয়ে ট্রেনে নাশকতার ঘটনায় মামলা https://corporatesangbad.com/55693/ |