ট্রাক প্রতীক পেয়ে যা বললেন মাহিয়া মাহি

Posted on December 18, 2023

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ট্রাক’। এ আসনের নির্বাচনের অন্য কোনো প্রার্থী ট্রাক প্রতীক না চওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দিয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ট্রাক।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া মাহিয়া মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এ এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

তিনি বলেন, ‘আমি এই আসনে পিছিয়ে পড়া তরুণ ও নারী ভোটারদের আত্মসম্মান ফিরিয়ে দেব।’

প্রতীক পেয়ে মাহি তার ফেসবুকে লিখেছেন, ‘ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরবো। আমার মার্কা ট্রাক।’

তিনি আরও বলেন, ‘শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।’

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।