পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৬টির বা ৩৫.৯১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে জানা গেছে, আগের কার্যদিবসে সি পার্ল বিচের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৪.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৯.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.৪০ টাকা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে সি পার্ল বিচ টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৭.৮৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীকের ৬.৬২ শতাংশ, অলটেক্সের ৬.৪২ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৫.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৫.৩৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.২১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.১১ শতাংশ, এফএএস ফাইনান্সের ৫.০৮ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর হারানোর শীর্ষে সি পার্ল বিচ https://corporatesangbad.com/55333/ |