ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

Posted on December 18, 2023

কর্পোরেট ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা: কাজী শহীদুল আলম।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও ফাউন্ডেশনের এক্সিকিটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সদস্য মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন এফসিএ, ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাসেম, ইসলামী ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদীন এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।