আইটি কনসালটেন্টসের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Posted on December 18, 2023

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসি'র (আইটিসি) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও সভায় কোম্পানিটির নাম ‘ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড’ পরিবর্তন করে ‘আইটি কনসালট্যান্টস পিএলসি’ করা হয়েছে।

এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান লিম কিয়া মেং। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. কাজী সাইফুদ্দিন মুনির, স্বাধীন পরিচালক মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বাধীন পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস বৈঠকে উপস্থিত ছিলেন।