বাংলাদেশ ভীতু দেশ নয়: এম জে আকবর

Posted on December 17, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক :যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার হুমকিতে ‘বাংলাদেশ ভয় পাওয়ার মতো দেশ নয়’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। আজ রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে আলোচনায় অংশ নেন এ ভারতীয়। সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় এ মন্তব্য করেন।

তাকে প্রশ্ন করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। বিভিন্নভাবে চাপে রাখছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? উত্তরে এম জে আকবর বলেন, যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। ১৯৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন সেজন্য তাকে সম্মান জানানো ও এ বিষয়ে উদযাপন করা উচিৎ।

এম জে আকবরের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।