গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টঙ্গী বিসিক এলাকায় নির্মাণাধীন আইএফএল পোশাক কারখানার দ্বিতীয় তলায়।
নিহতরা হলেন-নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল।
নিহত আইনাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সাথে বাস করতেন।
এলাকাবাসী জানায়, বিজয় দিবস উপলক্ষে শনিবার আইএফএল পোশাক কারখানার নির্মাণকাজ বন্ধ থাকায় তারা উভয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানাতে যায়। এসময় ভবনের নিচতলার লোহার রডে হাত দেওয়ার সাথে সাথে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। এসময় তাদের অন্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এব্যাপারে যোগাযোগ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: কাউছার বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টঙ্গীতে পতাকা টানাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/54988/ |