ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবস উদযাপন

Posted on December 16, 2023

নিজস্ব প্রতিবেদক : ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন ইবনে সিনা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ও হাসপাতালের বর্তমান ডাইরেক্টর (এডমিন) প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবির, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান এসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ রফিকুল হক, হাসপাতালের সিনিয়র এজিএম (এডমিন ইনচার্জ) মোহাম্মদ নূরে আলম সবুজ, কলেজের এজিএম (এডমিন) আমিনুর ইসলাম, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাতাকা উত্তোলন শেষে সকাল ৯টায় হাসপাতালে দিনব্যপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। রক্তদান কর্মসূচী উদ্বোধনের পর সকাল ১০টায় মহান বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিস্টো-প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এন. আহমেদ মুকুল।

বক্তব্য রাখেন প্রধান অতিথি হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবির, সার্জারী বিভাগের প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, কমিউনিটি মেডিসিনের প্রধান প্রফেসর ডাঃ খোরশেদ আলী মিয়া, হাসপাতালের সিনিয়র এজিএম (এডমিন ইনচার্জ) মোহাম্মদ নূরে আলম সবুজ, কলেজের এজিএম (এডমিন) আমিনুর ইসলাম।

অলোচনা শেষে প্রধান অতিথি মহান বিজয় দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ইবনে সিনা আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ।