সূচকের উত্থানে কমেছে লেনদেন

Posted on December 14, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানে কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৮টি কোম্পানির ১৭ কোটি ৩৭ লক্ষ ৬৮ হাজার ৫৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮১ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৯৩৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.৯৮ পয়েন্ট বেড়ে ৬২৬৬.৮৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৯ পয়েন্ট বেড়ে ২১০৭.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬৪ পয়েন্ট বেড়ে ১৩৬৪.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-অলিম্পিক এক্সেসোরিজ, প্যাসিফিক ডেনিমস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্রাইম ফাইন্যান্স ফার্স্টমিঃ ফাঃ, ওফু-ওয়াং সিরামিক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফাস্টংমিঃ ফাঃ, খান ব্রাদার্স পিপি, প্যাসিফিক ডেনিমস, ইউনিয়ন ক্যাপিটাল, আজিজ পাইপস, ইন্দো-বাংলা ফার্মা, অলিম্পিক এক্সেসোরিজ, ইভিন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিনশি পইয়ার্ড ও ক্যাপিটেক গ্রামীন ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-অ্যাম্বী ফার্মা, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁ টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কে এন্ড কিউ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৪৫৭৮৮৫২২৫০৪.০০।