চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা

Posted on December 14, 2023

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় শীতে কষ্ট বেড়েছে হতদরিদ্রদের। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কৃষক মজিবার রহমান জানান, “খুব ঠাণ্ডা পড়চি। সকাল সকাল কাজে যেতি পারচিনি। এই শীতে মাটে কাজ করতি অসুবিদা হচ্চি। ধানের চারা সব নষ্ট হয়ি যাচ্চি।”

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।