বিনোদন ডেস্ক : শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘মানুষ’ সিনেমাটি।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এর আগে গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ‘মানুষ’ সিনেমাটি। কলকাতার সুপার স্টার জিৎ অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন।
এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার জিৎ। রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও। অভিনয়ে আরও রয়েছেন কলকাতার জিতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী।
মুক্তির বিষয়ে এর নির্মাতা বলেন, ‘‘ইন্ডিয়ার পর বাংলাদেশেও ‘মানুষ’ সিনেমা আনকাট সেন্সর পেয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে আসবে।’’
তিনি আরো বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। আশা করছি, ভালো সাড়াও পাব। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি; সুতরাং দেশের দর্শক সিনেমাটি বেশি উপভোগ করবে।’
এর আগে ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি দিতে চেয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে জাজকে ছবি আনার অনুমতি দেয়নি মন্ত্রণালয়। জাজ না পেলেও অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন ছবিটি বাংলাদেশে আনছেন।
প্রসঙ্গত, ভারতে প্রথম সপ্তাহে ১১৭টি সিনেমা হলে মুক্তি পায় সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি। পরিবেশনায় রয়েছে জিৎ ফিল্মওয়ার্কস (পশ্চিমবঙ্গ)। সিনেমাটির হিন্দি ডাবের পরিবেশনায় আছে এএ ফিল্মস। আর বাংলাদেশে সিনেমাটির পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
আরও পড়ুন:
বাংলাদেশে আসছে শাহরুখের ‘ডানকি’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ এর 'মানুষ' https://corporatesangbad.com/54881/ |