কর্পোরেট ডেস্ক : শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষ থেকে ভৈরবের বাঁশগাড়িতে “ডাঃ ইকবাল এডুকেশন ওয়ার্ল্ডে” ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতিশিক্ষার্থীদের মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবর্ধনা দেয়া হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান এবং শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মঈন ইকবাল, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সদস্য এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, ইয়াশনা পুজা ইকবাল, এইচ. বি. এম. লুৎফুর রহমান এবং শোয়েভ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, এইচ. বি. এম. জাহিদুর রহমান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম খান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্যঅধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মজুমদার এবং ড. এ. এফ. এম. মফিজুল ইসলাম।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল বলেন, “সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে বাঁশগাড়িকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।প্রকৃত শিক্ষা, সততা ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়।“
এছাড়াও অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চশিক্ষার বিকল্প নাই।গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা https://corporatesangbad.com/54827/ |