প্রাইম ব্যাংকের নীরা ও সহায় হেলথ এর মধ্যে চুক্তি

Posted on December 12, 2023

কর্পোরেট ডেস্ক : প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ-নীরা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ’সহায় হেলথ’-এর সঙ্গেএকটি চুক্তি স্বাক্ষর করেছে।

’সহায় হেলথ’ হল স্বাস্থ্য তথ্য বিষয়ক একটি নির্ভরযোগ্য ওয়েব সাইট, যা সারা বিশ্বের বাংলা ভাষীদের জন্য সহজ ভাষায় বিস্তৃত পরিসরে সঠিক ও সহজে বোধগম্য প্রাত্যহিক স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও কার্ডিও ভাসকুলার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান করে থাকে।

নীরা শুধুমাত্র ব্যাংকিং সার্ভিস নয়, এটি নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রের সার্বিক কল্যাণে প্রাইম ব্যাংকের একটি ভিন্নধারার উদ্যোগ। এটি নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অন্তর্ভূক্তকরণ, স্বাধীনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করনে কাজ করে। নীরা’র প্রধান উদ্দেশ্য-নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী হয়ে নিজেদের অর্থ-সম্পদ নিজেরাই ব্যবস্থাপনা করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের নীরার গ্রাহকগণ সহায় হেলথ প্রেগনেন্সি অ্যাপে ১৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং সহায় হেলথ-এর চিফ মেডিকেল অফিসার ডা: তাসনিম জারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং সহায় হেলথ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।