কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সাধারণ ব্যাংকিং বিভাগের আয়োজনে মাঠ পর্যায়ের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রূমে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের জিএম মো. নোমান মিয়া ও সালামুন নেছা, সাধারণ ব্যাংকিং বিভাগের ডিজিএম মো. আবদুর রব সহ ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপক ও গ্রাহকগণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে রূপালী ব্যাংকের স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/54736/ |