কর্পোরেট ডেস্ক: দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে নতুন নতুন ইলেক্ট্রনিক্স পণ্যের কোন বিকল্প নেই। সকাল থেকে শুরু করে দিনের শেষ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে ইলেকট্রনিক্স জিনিসের উপর নির্ভরশীল। তাই মানুষ যুগের সাথে তাল মিলিয়ে নতুন ইলেকট্রনিক্স পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
বছর শেষে নতুন জিনিস কেনার ঝোঁক সকলের মধ্যেই কমবেশি দেখা যায়। আর সেই ঝোঁক কয়েকগুণ বেড়ে যায়, সাথে যদি কোনো অফার পাওয়া যায়। আর তাইতো বছরের শেষ মুহূর্তে মিনিস্টার নিয়ে এসেছে ‘নির্বাচনি অফার’ যেই অফারে M-600-6D মডেলের অত্যাধুনিক ও নান্দনিক ডিজাইনের ফ্রিজটি পাওয়া যাচ্ছে ৫৩% ডিস্কাউন্টে!
৬০০ লিটারের ৬ দরজার এই ইনভার্টার মডেলের ফ্রিজটি দেখতে যেমন আকর্ষণীয় কাজও করছে দারুণ। আমার বাসায় সদস্য সংখ্যা অনেক বেশি তাই বহুদিন ধরেই বড়সড় একটা ফ্রিজ কিনবো কিনবো বলে ভাবছিলাম।এমন সময় পত্রিকায় ‘নির্বাচনি অফার’টি দেখতে পাই যেখানে বছরের সবথেকে বড় অফার চলছে, ৫৩% পর্যন্ত নগদ ডিস্কাউন্ট সেই সাথে ফ্রিজটির ৩ ধরণের ফ্রিজার দেখে আমি আর অপেক্ষা না করে দ্রুত নিকটস্থ শো-রুমে যাই। ফ্রিজটির নান্দনিক কালার আর আকর্ষণীয় ডিজাইন আমাকে মুগ্ধ করে এবং তখনই আমি ফ্রিজটি কিনে ফেলি।
এছাড়াও,মিনিস্টার ফ্রিজে ৬৬% এনার্জি সেভিং কম্প্রেশার থাকায় আমার বিদ্যুৎ সাশ্রয়ও হচ্ছে। ফ্রিজটির নিচের দিকে রয়েছে ফ্রিজার, যেখানে আমি খুব সহজেই পচনশীল খাবার যা কিনা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই সেগুলো রাখি। মাঝের অংশে পানি, জুস, দুধসহ অন্যান্য তরল জাতীয় খাবার রাখি। এতে করে উপরের নরমাল ফ্রিজটি অন্যান্য খাবার রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফ্রিজটিতে এন্টিব্যাক্টেরিয়াল পদার্থ ব্যবহার করা হয় বিধায় খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে এবং কোন প্রকার গন্ধও ছড়ায় না।
ফ্রিজেটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটায় এন্টি ফাঙ্গালডোর গ্যাস্কেট ব্যবহার করা হয়েছে। যার কারণে দরজা খুব সহজেই আলাদা করে পরিস্কার করতে পারি। সর্বোপরি বলতে গেলে, আমার ১০ সদস্যের পরিবারের জন্য এই মডেলের ফ্রিজটি একদম পারফেক্ট হয়েছে।
মিনিস্টাররে ফ্রিজারেটর দেশের অন্যতম একটি হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড যা রেফ্রিজারেটরে সর্বদা অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতি বদ্ধ। আপনিও আপনার রান্না ঘরটিকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন অনন্য শৈল্পিকতা ও কার্যকারিতা সম্পন্ন মিনিস্টার রেফ্রিজারেটরের মাধ্যমে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মিনিস্টার পণ্যে গ্রাহকের সন্তুষ্টি https://corporatesangbad.com/54703/ |