কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজন অবহিতকরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বিএইচবিএফসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএইচবিএফসি’র সেবা বিতরণ প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)র আওতায় এ ধরনের অবহিতকরণ সভা আয়োজন করা হয়ে থাকে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিএইচবিএফসি’র শাখা অফিসসমূহের উল্লেখযোগ্য সংখ্যক ঋণ গ্রহীতা ও সেবা প্রত্যাশী নাগরিক এবং প্রতিষ্ঠানটির উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিএইচবিএফসি’র অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/54690/ |