কর্পোরেট ডেস্ক: লংটার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ)-এর আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
রোববার (১০ ডিসেম্বর) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম,আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, করেসপনডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেনচার এন্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মোঃ জুলফিকার আলী চাকদার প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি সই https://corporatesangbad.com/54601/ |