মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে "জয়িতা অণ্বেষণে বাংলাদেশ" অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে জয়িতা সম্মাননা অর্জন করেন ফরিদা ইয়াসমিন।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলা মিলায়তনে সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউপি রোকেয়া বেগম বেবী ও কোনাখালী ইউপি সদস্য ফারেছা বেগম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
ফরিদা ইয়াসমিন চকরিয়া উপজেলার কোনাখালীর হেদায়েতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা,সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা নুর আহমদের কাদেরীর মেয়ে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জয়িতা সম্মাননা পেলেন ফরিদা ইয়াসমিন https://corporatesangbad.com/54487/ |