স্পোর্টস ডেস্ক: ফাইনালের রেসে ব্যর্থ বাংলা টাইগার্স। এলিমেনটর ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্স স্রেফ উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। সঙ্গে ডেকান নিশ্চিত করেছে ফাইনাল। ট্রফির লড়াইয়ে ডেকানের প্রতিপক্ষ নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে ফাইনালের লড়াইয়ে নামবে ডেকান-নিউ ইয়র্ক।
প্রথম কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়েছে নিউ ইয়র্ক। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১২১ রান করে দলটি। তাড়া করতে নেমে লড়াইটুকু করতে পারেনি স্যাম্প আর্মি। প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন আকিল হোসেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮০ রানে থামে তাদের ইনিংস। ৪১ রানের বড় জয়ে ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক।
এলিমেনেটর ম্যাচে বাংলা টাইগার্স মুখোমুখি হয় ডেকান গ্ল্যাডিয়েটর্সের। ব্যাট হাতে চ্যালেঞ্জিং রান করলেও ডেকানের কাছে পাত্তাই পায়নি বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করে বাংলা টাইগার্স ৬ উইকেটে ১১২ রান করে। তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় পায় ডেকান।
দ্বিতীয় কোয়ালিফায়ারে ডেকান মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারে হারা স্যাম্প আর্মির। আগে ব্যাটিং করতে নেমে ডেকান ৫ উইকেটে ১১৭ রান করে। তাড়া করতে নেমে ৬ উইকেটে ৮৯ রানে থামে স্যাম্প আর্মি। ২৮ রানের জয় দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটে ডেকান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পারলো না বাংলা টাইগার্স, টি-টেনের ফাইনালে ডেকান-নিউ ইয়র্ক https://corporatesangbad.com/54460/ |