স্পোর্টস ডেস্ক: প্রথম ওভারেই আকিলের শিকার হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরেন আন্দ্রেই গৌস, ডিওয়াল্ড ব্র্যাভিস ও ইবরাহীম জাদরান। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বাঁহাতি এই ঘূর্ণি জাদুকরের মায়াবী ঘূর্ণিতে ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে প্রতিপক্ষ স্যাম্প আর্মি।
এখানেই শেষ নয়, আবুধাবি টি-টেনের প্রথম কোয়ালিফায়ারে নিজের দ্বিতীয় ওভারে এসে নেন আরও দুই উইকেট। এবার এই উইন্ডিজ স্পিনারের শিকার ফাফ ডু প্লেসি ও ইবরাহীম জাদরান।
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর টি-টেনে হ্যাটট্রিকসহ ফাইফারের কীর্তি অর্জন করেন আকিল। দুই ওভার তথা ১২ বলে আকিল মাত্র ৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। তার এমন বিধ্বংসী বলে স্যাম্প আর্মিকে হারিয়ে প্রথম সুযোগেই টি-টেনের ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক।
এর আগে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ফিফটিতে ভর করে ১২১ রান করে নিউ ইয়র্ক। গুরবাজ ৫৬ রান করেন। আর স্যাম্প আর্মির হয়ে ২ উইকেট নেন কাইস।
তাড়া করতে নেমে আকিলের ঘূর্ণিতে নাকাল স্যাম্প আর্মি থামে মাত্র ৮০ রানে। কাইস সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত ছিলেন। জেসন হোল্ডার ২২ রান করেন। আকিল একাই নেন ৫ উইকেট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার https://corporatesangbad.com/54457/ |