শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটার ভাতশালা-কোমরপুর সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে পথচারীরা মরদেহটি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিলে তারা পুলিশের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসিরা মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। নিহত মনিরুল কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৃত আলাউদ্দীনের ছেলে।
পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর সুইচ গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসতো। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরেনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারের কাছে খবর পাঠানো হয়। তিনি আরো জানান, যেখানে মরদেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারতেন না বলে জানা গেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ওই ব্যক্তি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জেনেছেন বলে আরো জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/54315/ |