পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১০টি কোম্পানির ১২ কোটি ৯৪ লক্ষ ৯৪ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৪১৩টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.০৯ পয়েন্ট বেড়ে ৬২৫২.৫৬পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে ২১১৫.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.০৯ পয়েন্ট বেড়ে ১৩৬০.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, সী পার্লবীচ, এসকেট্রিমস, ইয়াকিন পলিমার, আজিজ পাইপস, ফু-ওয়াংফুড, বিডি থাই অ্যালুমিনিয়াম, আফতাব অটো মোবাইলস ও এমারেল্ড অয়েল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসকেট্রিমস, আজিজ পাইপস, খুলনা প্রিন্টিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, জেমিনী সী ফুড, বঙ্গজ লিঃ, ইয়াকিন পলিমার, ডোমিনেজ স্টীল, আরামিট সিমেন্ট ও মুন্নু এগ্রো।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইভিন্স টেক্সটাইল, লিব্রাইন ফিউশন, শ্যামপুর সুগার মিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইমাম বাটন, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমারেল্ড অয়েল ও ক্রাউ ন্টসিমেন্ট।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৩৯০৮৬৪৯৯৮৪৬.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে কমেছে লেনদেন https://corporatesangbad.com/54301/ |