চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙচুর ও মারামারিসহ একাধিক অপরাধে জড়িত ২৬ মামলার পলাতক আসামি আব্বাস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে আমিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ফৌজদারি আইনে করা ২৬টি মামলা রয়েছে।
৫টি ওয়ারেন্ট ও ২টি সাজায় গ্রেপ্তার করা হয়। বাকি কয়েকটি মামলায় তিনি আদালত থেকে জামিনে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।
জানা যায়, ২৬ মামলার এই আসামিকে সীতাকুণ্ড থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জমির উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তার আব্বাস উদ্দিন সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ এলাকার আবু তাহের বাবুর্চির ছেলে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সীতাকুণ্ডে ২৬ মামলার আসামি গ্রেপ্তার https://corporatesangbad.com/54215/ |