সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

Posted on December 5, 2023

পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৫ ডিসেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৪টি কোম্পানির ১৩ কোটি ৫০ লক্ষ ৩১ হাজার ১৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬০ কোটি ২১ হাজার ৫৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.১৭ পয়েন্ট বেড়ে ৬২৪৭.৫৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৬ পয়েন্ট কমে ২১১৩.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৭৯ পয়েন্ট বেড়ে ১৩৫৯.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াং ফুড, এসকেট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটো মোবাইলস, ইয়াকিন পলিমার ও জিকিউ বলপেন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসকেট্রিমস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিডি থাই, সিএপি এমআইবিবিএল মি.ফা., এমারেল্ড অয়েল,নাভানা সিএনজি, সিম টেক্স ও ওরিয়ন ইনফিউশনস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিকিউ বলপেন, ইস্টার্ন লুব্রিকেন্টস, খুলনা প্রিন্টিং, শ্যামপুর সুগার, মেঘনা পেট, ঢাকা ডাইং, দেশ গার্মেন্ট, মুন্নু এগ্রো, ইউনাইটেড ইন্সুঃ ও ইয়াকিন পলিমার।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৭৩০৬২৩৭৩৫৭০০.০০