কর্পোরেট ডেস্ক : মঙ্গলবার (৫ ডিসেম্বর) রানার গ্রুপের হেড-অফিসে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো ইয়াদিয়া ই-স্কুটার।
বর্তমানে ব্র্যান্ডটি "ইয়াদিয়া টি-ফাইভ" ও "ইয়াদিয়া এম- সিক্স" নামে দুটি মডেল বাজারে নিয়ে এসেছে। ইয়াদিয়া ই-স্কুটারের বাংলাদেশে একমাত্র পরিবেশক রানার অটোমোবাইলস পিএলসি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াদিয়ার ক্যাটাগরি ব্যবস্থাপক জুবায়ের আরাফাত স্কুটার গুলোর কার্যকারিতা এবং সাশ্রয়ী ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন। একই অনুষ্ঠানে রানার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুবীর চৌধুরী রানার গ্রুপের কর্মচারীদের জন্য ইয়াদিয়া টি-ফাইভ এবং ইয়াদিয়া এম-সিক্স ই-স্কুটারের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস্ ডিরেক্টর জ্যাক দাই, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসাইনসহ রানারের সকল ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশে যাত্রা শুরু করলো রানার ইয়াদিয়া ই-স্কুটার https://corporatesangbad.com/54191/ |